স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সাতক্ষীরা পৌর ছাত্রলীগের উদ্যোগে গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর ছাত্রলীগের সভাপতি মো. হাসানুজ্জামান নিশানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধা: সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সহ সভাপতি জাহিদ হাসান, পৌ আ’লীগনেতা রাশিদুজ্জামান রাশি। উপস্থিত ছিলেন ছাত্রলীগনেতা কাজী মুনতাসির, মিঠুন, জাকির হোসেন, সোহাগ হোসেন, সামিউর রহমান, রাজু শাহীন, মেহেদী, সুজন, নাসিমসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের পৌর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। সভাশেষে কেক কেটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান।