জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বর্ণাঢ্য আনন্দ মিছিল টি সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে বেরহয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু চত্বরে যেয়ে শেষ হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে এক সংলিপ্ত আলোচনা সভা মিলিত হয়। সংলিপ্ত আলোচনা সভায় সাতক্ষীরা পৌর শ্রমিকলীগের আহবায়ক আব্দুল আজিজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংলিপ্ত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কেএম আজম খসরু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলার কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সদস্য শেখ রবিউল ইসলাম রবি, পৌর শ্রমিকলীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা কমিটির সদস্য কাজী আক্তারুজ্জামান মহব্বত, মোঃ জাকির হোসেন টিটু, শেখ শফিউল ইসলাম শফি, আব্দুর ছালাম, সেলিম, মুজিবর, মিলন, রাজ্জাক, রেজোয়ান। আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম শফি, মোঃ রবিউল ইসলাম, পৌর শ্রমিকলীগের সদস্য আক্তার, রুবেল, ভেদল, মেহের আলী, ইমন ও শিমুল সহ প্রমুখ নেতাকর্মি। আলোচনা সভাটি সঞ্চলনা করেন মোঃ সাইফুল ইসলাম।-প্রেস বিজ্ঞপ্তি