স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পৌর কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে সোমবার রাতে সাবেক এমপি জব্বারের বাসভবনে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু। অন্যানদের মধ্যে বক্তব্য জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক শেখ শাখওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধাঃ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জেলা তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখ। সভা শেষে সাবেক ছাত্রনেতা মোতাসসিম বিল্লাহ মেহেদীকে আহবায়ক ও এড মোঃ শরিফ আহমেদ সাগরকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় সেচ্ছাসেবক পার্টি পৌর কমিটি গঠন করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব কমল বিশ্বাস।