সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের নতুন কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার জন্য জেলা আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদক কে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা) বিএম মোজাম্মেল হক। জানাগেছে, ৬নং ওয়ার্ডে আলীগের কমিটি থাকা সত্ত্বেও অগঠনতান্ত্রিক ভাবে গত ৩১ সেপ্টেম্বর সম্মেলন করছে বলে ওয়ার্ড সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল ও সাধারন সম্পাদক সৈয়দ রাফিনুর আলী জেলা আ’লীগের কাছে অভিযোগ দাখিল করে। তাদের অভিযোগ সঠিক প্রমানিত হয়। এছাড়া জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক ২৯শে সেপ্টেম্বর সম্মেলন স্থগিত রাখার জন্য এক পত্রে অবগত করেন। কিন্তু সভাপতি নির্দেশ অবমাননা করে সম্মেলন করেছেন। এ কর্মকান্ডে জেলা আলীগকে অবমাননা করারশামীল। পরে বিষয়টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে বিষয়টি অবগত করলে তার নির্দেশনায় নতুন কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল করা হলো। জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি