এফএনএস স্পোর্টস: ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই মিস করার শঙ্কা জেগেছে অজি দলপতি প্যাট কামিন্সের। ওভালে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিন কবজিতে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ব্যান্ডেজ বেঁধে খেলেছিলেন ম্যাচের বাকি সময়টা। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, কবজি ভাঙার শঙ্কা করছেন ডাক্তাররা। এমন কিছু হলে বিশ্বকাপের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হবে কামিন্সকে। ভারতে আসার আগে আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ শুরু হওয়ার কথা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কামিন্সকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। কামিন্স না খেলতে পারলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন মিচেল মার্শ। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যও মার্শকে স্থায়ী অধিনায়ক ঘোষণা করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।