মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

প্যানেল আইনজীবীদের সহযোগিতা লিগ্যাল এইডের কার্যক্রমকে অধিকতর এগিয়ে নিতে পারে \ কবি শেখ মফিজুর রহমান, শরিয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান লিগ্যাল এইড কমিটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

দৃষ্টিপাত ডেস্ক \ শরিয়তপুর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান কবি শেখ মফিজুর রহমান বলেছেন, রাষ্ট্রের প্রতিজন নাগরিক ন্যায় বিচার পাওয়ার দাবীদার আর এ জন্য দরিদ্র বান্ধব বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। অসহায়, গরীব দুস্থ, সম্বলহীন নাগরিকদেরকে বিনা খরচে রাষ্ট্র আইনী সহায়তা দিচ্ছে আর সে জন্য লিগ্যাল এইড নিরালসভাবে কাজ করছে। তিনি আরও বলেন রাষ্ট্রের সকল শ্রেনির মানুষ লিগ্যাল এইডের সেবা গ্রহন করতে পারেন। প্যানেল আইনজীবীদের সহযোগিতাকে সঙ্গী করে শরিয়তপুরের প্রতিটি প্রান্তে লিগ্যাল এইডের কার্যক্রম এবং সুফল পৌছে দেওয়া হবে। লিগ্যাল এইডের মাধ্যমে সেবা গ্রহীতাদের সেবা প্রদানের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন প্যানেল আইনজীবীরা। শরিয়তপুর লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সহযোগিতায় বিনা খরচে আইনগত সহায়তা প্রদানে প্যানেল আইনজীবীদের ভূমিকা ও করনীয় শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। উক্ত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সালেহুজ্জামান, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ খালেদ মিয়া, মাদারীপুর লিগ্যাল এইড আসোসিয়েশনের সম্পাদক এ্যাড. ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সম্পাদক এ্যাড. আবু সাঈদ প্রমুখ। উলে­খ্য অল্প কয়দিনেই শরিয়তপুর লিগ্যাল এইডের সেবা এবং কার্যক্রমে গতি সঞ্চার ঘটেছে এবং লিগ্যাল এইড অফিস হতে সব শ্রেনিরর মানুষ আইনী সহায়তা পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com