এফএনএস স্পোর্টস: নারাীদের কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে হারিয়েছে আর্জেন্টাইন মেয়েরা। ৩-১ গোলের এই জয়ের ফলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে লা আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় শনিবার ভোরে কলম্বিয়ার সেন্টেনারিও স্টেডিয়ামে ম্যাচের ৩৯তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। রোমিনা নুনেজ বল জড়িয়ে দেন নিজেদের জালেই। পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৭৫ মিনিট পেরিয়ে গেলেও আর্জেন্টিনার মেয়েরা গোল পরিশোধ করতে পারেনি। তবে ম্যাচের ৭৮ থেকে ৯১ মিনিটে তিন গোল করে দারুণ এক জয় তুলে নেয় আর্জেন্টিনা। তিন গোলের দুটিই করেছেন ইয়ামিলা রদ্রিগেজ। অপর গোলটি এসেছে ফ্লোরেন্সিয়া বোন্সেগুন্ডার পা থেকে। এবারের কোপা আমেরিকার সেরা তিনটি দল সরাসরি খেলবে আগামী বছরের নারী ফুটবল বিশ্বকাপে। কোপার ফাইনালে উঠে আগেই সেটি নিশ্চিত করেছে ব্রাজিল ও কলম্বিয়া। রোববার ভোরে কোপার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই দল।