এফএনএস বিনোদন: প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ পেয়েছে। তবে নতুন এই পোস্টারটি মন জয় করতে পারেনি ভক্তদের। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টারে প্রভাস, কৃতী শ্যানন ও রাম নবমীকে দেখা গেছে। প্রভাস নিজেকে ‘রাম’, কৃতী শ্যাননকে ‘সীতা’ এবং সানি সিংকে ‘লক্ষণ’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। পোস্টারে তিনজন পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তাদের সামনে হাঁটু গেঁড়ে বসে আছে হনুমান। পোস্টারটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একজন লিখেছেন, ‘পোস্টারটি হতাশাজনক। এটা অবশ্য অভিনয়শিল্পীদের ভুল নয়।’ আরেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘খুব বাজে অ্যাডাপশন।’ আরেকজন লিখেছেন, ‘এই প্রজেক্ট বাদ দিন প্রভাস।’ তবে আরেক নেটিজেনের বক্তব্য, ‘ভেবে দেখুন, প্রভাসের বাহুবলীর লম্বা চুলের লুক এখন রামের। দারুণ হতে চলেছে।’ ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র আঁধারে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রাবণের ভ‚মিকায় আছেন সাইফ আলি খান। এর আগে প্রকাশিত পোস্টারে রাবণের চেহারা দেখে অসন্তুষ্ট হয়েছিলেন হিন্দু মৌলবাদীরা। তাদের দাবি ছিল রাবণের চেহারা মুঘল স¤্রাটের মতো! এ ছাড়াও ‘আদিপুরুষ’ জড়িয়ে পড়েছিল তথ্য বিকৃতির অভিযোগেও। অনেক বাধা পেরিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসতে চলেছে সিনেমাটি। মুক্তির নতুন তারিখ চলতি বছরের ১৬ জুন।