অসাধারন সৌন্দর্য আর সম্পদের লীলাভূমি আমাদের প্রিয় সুন্দরবন। বিশ্বের অন্যতম আশ্চার্যজনক বনভূমি ও বটে আমাদের এই সুন্দরবন। বিশ্বের দেশে দেশে সুন্দরবনের পরিচিতির শেষ নেই। বাংলাদেশের অস্তিত্ব, সম্মান এবং মর্যাদার প্রতিক হিসেবে বিবেচিত আমাদের সুন্দরবন। বাংলাদেশ যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকের দেশ হিসেবে পরিচিত। আর এ কারনে বছর বছর আমাদের দেশের উপর দিয়ে প্রকৃতি তার হিংস্র রুপ দেখিয়ে চলেছে। প্রকৃতির নিষ্ঠুর তান্ডব হতে সুন্দরবন উপকূলীয় এলাকা তথা উপকূলীয় জনপদকে রক্ষা করে চলেছে। আমাদের দেশের নিকট অতীতের সিডর, আইলা, বুলবুল, আম্ফান এর সর্বনাশা ছোবল হতে সুন্দরবন তার উপকূলীয় জনপদকে বিশেষ ভাবে রক্ষা করছে। বাংলাদেশের বাস্তবতায় প্রতি বছর নানান ধরনের দূর্যোগ এবং দুর্বিপাক দেশের উপকূলীয় এলাকাকে আচ্ছন্ন করে থাকে। অতি স¤প্রতি সুপার সাইক্লোন খ্যাত সিত্রাং নামক ঘুর্ণিঝড় দেশের উপকূলীয় জেলা গুলোতে আঘাত হানে আর উক্ত সিত্রাং এর কবল ও ধকল হতে সাতক্ষীরা উপকুল দৃশ্যতঃ অক্ষত থাকে। অতীতের ন্যায় এবারও আমাদের প্রিয় সুন্দরবন সিত্রাং নামক সর্বনাশা ঘুর্ণিঝড় হতে উপকূলীয় জনপদকে রক্ষা করেছে। প্রকৃতির রুদ্ররোষ হতে সুন্দরবন যে সাতক্ষীরা উপকূল কে রক্ষা করছে এবং সুন্দরবন এজন্য অতন্ত্র প্রহরী হিসেবে নিজেকে নিয়োজিত রেখে সে বিষয়ে অতি জন গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। সত্যিকার অর্থে সুন্দরবন উপকূলের রক্ষা কবচ হিসেবে কাজ করে চলেছে। আইলা, সিডর, আম্ফানের তান্ডবে সুন্দরবনের অগনিত বৃক্ষরাজি উপড়ে পড়েছে, সুন্দরবন বুকপেতে প্রকৃতির নিষ্ঠুরতাকে মোকাবিলা করেছে। এবারের সিত্রাং এর ন্যায় ভয়াবহ ঘুর্ণিঝড় ও মোকাবিলা ও প্রতিহত করেছে আমাদের প্রিয় সুন্দরবন। আমাদের দেশের অস্তিত্ব, সম্মান আর মর্যাদার প্রতিক হিসেবে পরিচিত সুন্দরবনকে রক্ষা করতে হবে আর এ জন্য অবশ্যই সুন্দরবন ধ্বংসের হতে রক্ষা করতে হবে। সুন্দরবন যদি বেঁচে না থাকে তাহলে সব ধরনের প্রকৃতির নিষ্ঠুরতাকে মোকাবিলা করতে ব্যর্থ হবে। সাতক্ষীরা উপকূল বার বার সর্বনাশা প্রকৃতির ভয়াবহতায় বিপন্ন হবে।