সভাপতি হাজী কামাল, সম্পাদক হাজী সালাম নির্বাচিত
মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরের প্রাণকেন্দ্র ও প্রধান ব্যাবসা বাণিজ্য কেন্দ্র তালতলা বাজারের পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু সুন্দর ও উৎসব মুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। গতকাল প্রতাপনগর তালতলা বাজার আল আরাফাহ ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় সকাল ৮া থেকে বিরতিহীন ভাবে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। প্রতাপনগর ইউপি আলহাজ্ব আবু দাউদ ঢালী নির্বাচ পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। নির্বাচনে পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশদের সুন্দর তৎপরতা ছিল লক্ষণীয়। নির্বাচনী ২৪৯ ভোটারদের মধ্যে ২৪১ ভোট তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে হাজী কামাল হোসেন ছাতা প্রতিকে ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোকনুজ্জামান আম প্রতিকে ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে হাজী আব্দুস সালাম বক প্রতিক নিয়ে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাঃ খায়রুল বাশার কলস প্রতিকে ১০৩ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সভাপতি পদে রুহুল আমিন বল প্রতিক ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাঃ শামসুজ্জামান চেয়ার প্রতিক নিয়ে ৭০ ভোট পেয়েছে। বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হলেন যারা- ক্যাশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইয়াছিন আলী গাজী, প্রচার সম্পাদক আল আমিন, সাধারণ সদস্য বায়তুলাহ শেখ, আবু ছাইদ হোসেন, আরেজ আলী মোড়ল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন আল ফালাহ একাডেমীর পরিচালক আবু ছালেহ, নাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ আবু জাহের, আল আমিন মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল গনি, মাওঃ আব্দুল হান্নান, কুড়িকাহুনিয়া সরঃপ্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা সিরাজুল ইসলাম ও ইমরান হোসেন। উলেখ্য তালতলা বাজার প্রতিষ্ঠাতা প্রবীণ ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে অত্র ইউনিয়নের প্রাণকেন্দ্র তালতলা বাজার ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে বাজার পরিচালনায় কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন হলো।