প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগরে আকর্ষিক ঝড়ে ঘরের চাল উড়ে পড়লো বিলে। গতকাল বেলা পাঁচটার দিকে প্রতাপনগর এলাকার আকাশ মুহুর্তে ই মেঘে আচ্ছান্ন হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড ঝড়োহাওয়া বইতে থাকে বেশ কিছুক্ষণ। এরপর শুরু হয় বৃষ্টিপাত। প্রায় ঘন্টা ব্যাপী ঝড়োহাওয়ার কবলে পড়ে প্রতাপনগর গ্রামের প্রাণ কেন্দ্র তালতলা বাজার জামে মসজিদ কমিটির সভাপতি হাজী খলিলুর রহমান তরফদারের দোতলা বিল্ডিং ঘরের দ্বীয়তলার চাল উড়ে পার্শ্ববর্তী বিলে চলে যায়। ঝড়োহাওয়ার সময় বাড়ি মালিকের বড়ো পুত্র মোস্তফা হেলালুজ্জামান তিনি একাই বাড়িতে ছিলেন এবং দুর্ঘটনার সময় তিনি নিচ তলায় সিঁড়ির কাছেই ছিলেন। চাল উড়ে যেয়ে ঘরের আসবাবপত্র ভিজে ও ঝড়ে তছনছ হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আম্ফান ইয়াস প্রভাবে প্রতাপনগর গাছ গাছালি শুন্য হওয়ায় ঝড়ের আক্রমন বসত বাড়িতে আঘাত করছে বেশি।