প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে কারিতাস খুলনার আইডি আর আর প্রকল্পের আওতায় কারিতাস জার্মানীর আর্থিক সহায়তায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউনিয়ন পরিষদ থেকে প্রধান সড়কে একটি র্যালি বের করা হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ইউপি সদস্য বৃন্দ, ইউনিয়ন ওয়ার্ড দুর্যোগ যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সিপিপি, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ অংশ গ্রহণে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বলেন অক্টোবর মাস হচ্ছে সুর্যোগের মাস তাই আমাদের দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং দুর্যোগের ঝুঁকি কমাতে আমাদের সামর্থ্য এবং সম্পদ অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে আমরা প্রতাপনগরবাসী দুর্যোগসহনশীল হয়ে উঠতে পারি। যেসব ব্যবস্থা গ্রহণ করলে দুর্যোগ ঝুঁকি কমে সেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোচনা সভার শেষে স্কুলপর্যায়ে অনুষ্ঠিত চিরান প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা ও পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। প্রতাপনগর কারিতাস অফিস ম্যানেজার আলোই সিয়াস গাইন উপস্থাপনা ম্যানজমেইন্টে র্যালিটি শেষ হয়।