মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আলোচনা সভা মাঠ মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কারিতাস জার্মানি ও বিএমজেডের অর্থায়নে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের বাস্তবায়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল সকাল ১০ টায় প্রতাপনগরের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে কারিতাস প্রতাপনগর ম্যানেজার শেখ কামাল হোসেনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবুল কালাম মোড়ল তাঁর চৌকষ একদল টিমের নেতৃত্বে বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক জনসচেতনতা মূলক গুরুত্বপূর্ণ কলা কৌশল প্রাকটিক্যালভাবে প্রদর্শন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, ইউপি সংরক্ষিত সদস্যা আছিয়া খাতুন, কারিতাস প্রতাপনগর মিল অফিসার মিহির সরকার ও মাঠ মহড়ায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মাষ্টার আবুল কালাম আজাদ, ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মাওঃ শহিদুল্লাহ ঢালী প্রমুখ। এর পূর্বে র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তার প্রদক্ষিন করে।