এম এম নুর আলম/ মাসুম বিলাহ \ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আশ্রায়ণ প্রকল্পের কাজ পরিদর্শন ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ প্রতাপনগরের বিভিন্নস্থান পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক প্রতাপনগরে নতুনভাবে নির্মাণকাজ শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্পের বালু ভরাটের কাজ করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রকল্পের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ প্রতাপনগরের বিভিন্নস্থান পরিদর্শন শেষে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খাঁন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সাবেক এলজিইডি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গাজী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মাষ্টার রিয়াছাত আলী মামুন, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিলাহ, প্রতাপনগর ইউনাইটেড একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ জনপদ প্রতাপনগরের মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন ও সার্বিকভাবে প্রতাপনগরের উন্নয়নে জেলা প্রশাসন কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।