আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধি ঃ ২১ শে মার্চ আসন্ন আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের ঘোড়া প্রতিকের নির্বাচনীয় গণসংযোগ পথসভা ও নির্বাচনীয় অফিস উদ্বোধন করা হয়েছে। প্রতাপনগর নির্বাচনীয় প্রচারণা গনসংযোগ পথ সভা অফিস উদ্বোধনের কার্যক্রমের শুরু করেন। প্রতাপনগর তালতলা বাজারের অফিস উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ একসরা দারুল উলুম দাখিল মাদ্রাসা সাবেক সুপার মাওঃ ইয়াহিয়া, ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, আনুলিয়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা বাবু অমিও কুমার সোম, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদের নেতৃত্বে চাকলা ক্লোজার পয়েন্টে পথ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আনুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, ব্যবসায়ী আব্দুর রউফ, মোস্তাফিজুর রহমান মানিক, প্রমুখ। সাবেক ইউপি সদস্য আসলাম হোসেনের উপস্থাপনায় রুইয়ারবিল পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।