আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ ২১ শে মার্চ আসন্ন আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন। আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এবিএম মোস্তাকিমের চিংড়ি মাছ প্রতিকের গণসংযোগ ও নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদে নির্বাচনীয় মত বিনিময় করেছেন। আসন্ন ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। প্রতাপনগরের নির্বাচনীয় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান বাবু জগদীশ, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন, সাবেক আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর আলম লীটন, প্রমুখ। এসময় স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।