প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা দশটায় দশম শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে অত্র বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ গোলক বিহারী স্বর্ণকার। প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, প্রভাষক শাহাজান হোসেন, আলহাজ্ব ডাঃ আবুল কালাম আলমগীর হোসেন মলিক, প্রমুখ। প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাশ এর সার্বিক পরিচালনায় শিক্ষক কর্মচারী সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।