প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগরে কারিতাসের সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। গতকাল বেলা দশটায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষমতা তৈরি (আইডিআরআর) প্রকল্পের ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। কারিতাস আঞ্চলিক পরিচালক দাউদ দাসের সার্বিক পরিচালনায় সভায় প্রধান আলোচক হিসাবে কারিতাস এর কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, আলোচনা করেন কারিতাস কর্মকর্তা সালমা খাতুন। অনুষ্ঠানে অন্যতমদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জেল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ডাঃ আব্দুল গনি, মাষ্টার আব্দুল কাদের, তালতলা বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাছান উলাহ, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিলাহ, ডাঃ মোংলাই হোসেন প্রমুখ।