মাসুম, প্রতাপনগর, আশাশুনি, প্রতিনিধিঃ প্রতাপনগর আম্ফান ইয়াস ঝড়ে বিধ্বস্ত অবকাঠামোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে গণ উন্নয়ন কেন্দ্র (এটক) সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ টায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ক্ষতিগ্রস্ত শতাধিক নারী পুরুষের অংশ গ্রহণে মতবিনিময় করেন নেপালের ফান্ড পরিচালনা পর্ষদের ললিত বাহাদুর থাপা, রামেন্দ্র রাজভান্ডারী, কুসুম ভাউ, অভিৎি রাযয় পাথ, গণ উন্নয়ন কেন্দ্র (এটক) সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, এম আবদুস সালাম, অন্যান্য আম্ফান ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা থেকে বহুল প্রচলিত পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মাসুম বিলাহ, মাষ্টার আলমগীর হোসেন, মাফুয়ার রহমান, নজরুল ইসলাম গাজী, পুর্ণিমা বিশ্বাস, প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন গণ উন্নয়ন কেন্দ্র (এটক) সংস্থার জেলা সমন্বয়কারী এরফান, অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।