আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে জন্ম মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করণ বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এস ডিজির লক্ষ্য বাস্তবায়নে ৪৫ দিনের মধ্যে ফ্রি জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে গতকাল বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ও ইউপি সচিব খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আবুল ঢালী, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্য মোখছেদুর রহমান, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, ইউপি সদস্যা আছিয়া খাতুন, ইউপি সদস্য শহিদুল্লাহ সানা, স্বাস্থ্য কর্মী বীর মুক্তিযোদ্ধা সন্তান শামিউর রহমান মাসুম, স্বাস্থ্য কর্মী যথাক্রমে ময়নুল ইসলাম, সাইফুল কবির, সাইফুল ইসলাম, হালিমা খাতুন, শেখ আলিমুন রাজিব, তরিকুল ইসলাম, রীমা, সোহেলী সুলতানা, কল্পনা খাতুন, মনজুয়ারা খাতুন, আশরাফ হোসেন, রবিউল ইসলাম, তথ্য উদ্দোক্তা আসমাউল হুসনা, রুবেল হোসেন, এছাড়া সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ গণ উপস্থিত ছিলেন।