আশাশুনি অফিস \ প্রতাপনগর রুইয়ারবিল গ্রামে ডিসিআর জমি জমা বিরোধে কথা কাটাকাটির জেরে একে অপরের হামলায় উভয় পক্ষের গুরুতর আহত চার। গত ৯ এপ্রিল বুধবার আনুমানিক সকাল ১০ টার দিকে ঘটনাটি প্রতাপনগর ইউনিয়নের রুইয়ার বিল গ্রামে ঘটে। সরোজিনী যেয়ে যানা যায় জমি জমা বিরোধে মহিলাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রুইয়ার বিল ও গড়কুমারপুর গ্রামের ফজর আলী গাইনের পুত্র ইদ্রিস গাইন, ইদ্রিস গাইনের পুত্র তুহিন গাইন, মৃত ইনতাজ আলীর পুত্র সিরাজুল গাইন, মৃত. ফজর আলী গাইনের পুত্র সিদ্দীক গাইন (৫০), মনিরুল শেখের পুত্র আজমল শেখ, আজমল শেখের পুত্র উজ্জল শেখ সহ পরিবারের সদস্যদের আক্রমণে প্রতিপক্ষ আব্দুল মালেক ও সাহাবুদ্দীন গাইন গুরতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের কয়েকজন নারীও আহত হয়েছেন। অপরদিকে একই গ্রামের আঃ মান্নান গাইন, আঃ খতিব গাইনের ছেলে মোফাজ্জেল, সাইদুল, খোকন, নাজিম গাইনের পুত্র হাসান,আঃ মান্নান গাইনের পুত্র আঃ সালাম, মেজবাহ,শাহিন,শাহাবুদ্দিন,মৃত আঃ সামাদ গাইনের পুত্র সাহেব আলী,আঃ মালেক সহ পরিবারের সদস্যদের আক্রমণে প্রতিপক্ষ আছাদুল ইসলাম ও শরিফুল আহত হয়ে আশাশুনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এব্যাপারে উভয় পক্ষের মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এবিষয়ে থানা ইনচার্জ কে মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন ঘটনা আমি শুনেছি ভুক্তভোগীরা থানায় এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।