শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত
প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি ॥ প্রতাপনগরে জাগ্রত তরুণ সেবা সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও ছাত্র আন্দোলনে নিহত শহীদ আনাছ বিল্লাহ সহ সকল শহীদদের স্মরণে আলোচনা ও তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত। তরুণদের ঐক্যবদ্ধে সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যায়ে গঠিত অরাজনৈতিক মানবিক স্বেচ্ছাসেবক সংগঠনের তালতলা বাজারস্থে অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল সন্ধ্যা ৭ টা ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমরান নাজির। সংগঠনের সংগঠক মেহেদী হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিমাখালি আজিজিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, আনুলিয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, কয়রা উত্তরচক কাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক অন্ধ হাফেজ শহিদুল্লাহ, প্রমুখ। অনুষ্ঠানে প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম, এ পি এস ডিগ্রি কলেজ প্রভাষক মাওঃ আল আমিন, ফারুক চৌধুরী সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম কুড়িকাহুনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ রিয়াছাত আলী, তালতলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, তালতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, কুড়িকাহুনিয়া আল ফালাহ একাডেমীর পরিচালক মাওঃ আবু ছালেহ, ন্যাচার কনজারভেশন ভলেনটিয়ার টিমের আহ্বায়ক সাংবাদিক মাসুম বিল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।