আশাশুনি (প্রতাপনগর) প্রতিনিধি \ আহলান সাহলান মাহে রমজান প্রতাপনগরে অরাজনৈতিক সংগঠন জাগ্রত তরুণ সেবা সংঘ ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল ২২ রমজান রবিবার জাগ্রত তরুণ সেবা সংঘের তালতলা বাজারস্ত জাগ্রত তরুণ সেবা সংঘের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ ইমরান হোসেন। অনুষ্ঠানে কুরআন হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওঃ আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, জামায়াত নেতা মাওঃ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম, তালতলা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, সেক্রেটারি আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, জামায়াত নেতা বায়তুল্লাহ, প্রমুখ। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল শহীদদের মাগফিরাত এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও স্বৈরাচার পতন আন্দোলনে আহত সকলের সুস্থতা কামনায় গতকাল ২২ রমজান রবিবার গাজী বাড়ি বায়তুল মামুর জামে মসজিদ চত্বরে। ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম গাজী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স ম আক্তারুজ্জামান, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সভাপতি শেখ শাহ্ আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সহ—সভাপতি মাওঃ আব্দুস সবুর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরদার মিয়ারাজ হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আতিয়ার রহমান, এমদাদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক কেরামত আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার আলমগীর হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, মৎস্যজীবী দলের সভাপতি হারুনার রশিদ টুকু ও সাধারণ সম্পাদক নুর ইসলাম সরদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মিজান, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিন্টু হোসেন। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ইকবল হোসেন হাওলাদার, হেলাল হোসেন সানা ও রফিকুল ইসলাম গাজী, এছাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।