আশাশুনি (প্রতাপনগর) প্রতিনিধি \ সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে ৫ আগস্টে নিহতদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার বেলা ১১টায় এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্টে্রট সহঃ কমিশনার (ভূমি) আশাশুনি মোঃ রাশেদ হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সারকেল) হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার মন্ডল, আশাশুনি থানার তদন্ত কর্মকর্তা এম.এ ওয়াদুদ প্রতাপনগরে নিহতদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, ইউপি সদস্য বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী ম্যাজিস্টে্রট নিহত ৯ জনের পরিবারের সাথে কথা বলেন। নিহতদের পরিবার কারো মৃতদেহ উত্তোলনে সম্মত নয় মর্মে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন।