প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগর হরিশ খালির ভাঙ্গন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও ওয়ার্ড কমিটির সভা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। প্রতাপনগর হরিশ খালির খোলপেটুয়া নদীর ভাঙ্গন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী। গতকাল বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় রূপান্তরের সার্বিক পরিচালনায় এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সচিব খাইরুল ইসলামের সঞ্চালনায় ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। বক্তব্য রাখেন রূপান্তর কর্মকর্তা সৌমিক দত্ত, ইএসডিও কর্মকর্তা সুবল চন্দ্র রায়, উত্তরণ কর্মকর্তা হাসান আলী ও শামীম হোসেন। কারিতাস সংস্থার প্রতিনিধি রেনেতা সরকার প্রমুখ।