বিশেষ প্রতিনিধিঃ প্রতাপনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড়ো ভাইয়ের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন ছোট ভাই আব্দুস সবুর। ঘটনাটি গতকাল দুপুরে প্রতাপনগর ৫ নং ওয়ার্ড সরদার বাড়ী ঘটে। সরোজমিনে অনুসন্ধানে জানা গেছে, অজেদ সরদারের পুত্র সোহরাব হোসেন সরদার তার ভাই আব্দুস সবুরে বসত ঘরের নিকটবর্তী যাতায়াতের পথ সংকীর্ন করে পাকা বাথ রুম নির্মাণ শুরু করে। তার ভাই সামাজিকতা বিবেচনা করে একটু সরিয়ে বাথরুম নির্মানের পরামর্শ দেন। তাতে সোহরাব হোসেন ক্ষিপ্ত হয়ে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী বাচ্চু সরদার, মাসুম সরদার, কালাম সরদার ও হেলাল হোসেন লেলিয়ে দিয়ে আব্দুস সবুরের উপর হামলা চালায় এতে সে গুরুত্বর জখম হয়। তাঁর হাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছিল।