আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে বারসিক, ফ্রেন্ডশীফ ও উত্তরণের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে নেটজ বাংলাদেশের সহযোগিতায় বারসিকের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভায় ইউপি সচিব খাইরুল ইসলামের পরিচালনায় (প্যানেল চেয়ারম্যান) সোহরাব হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বক্তব্য রাখেন ইউপি সদস্য উজ্জ্বল হোসেন, ইউপি সদস্য রায়হান, বারসিক এর জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ, উপজেলা সমন্বয় গাজী আছাদুল ইসলাম, ফিল ফ্যাসিলিটর আল আমিন, বারসিক উপজেলা এ্যাডভোকেসি শিউলি মন্ডল, পিপিপি সদস্য আক্তারুজ্জামান প্রমুখ। একই সঙ্গে ফ্রেন্ডশীফ সংস্থার আয়োজনে ইউনিয়ন পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে পৃথক সময়ে উত্তরণ সংস্থার আয়োজনে ইউনিয়ন পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিল্ড অফিসার আনোয়ার হোসেনের উপস্থাপনায় ইউপি সদস্য ও বিভিন্ন পর্যায়ের গণ্যমানা ব্যক্তি বর্গ বক্তব্য রাখেন।