শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

প্রতাপনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে ৩ দিন ব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা শক্তিশালী করণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় বারসিক সংস্থার আয়োজনে ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ইউপি সচিব খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রথম প্রশিক্ষণ কর্মশালার বক্তব্যে দেন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন। প্রশিক্ষণে ধারাবাহিক ভাবে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় সহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বারসিক সংস্থার জেলা প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, ইউপি সদস্যা আছিয়া খাতুন, ইউপি সদস্যা খদেজা খাতুন, ইউপি সদস্য যথাক্রমে আব্দুর রউফ, শহিদুল্লাহ সানা, আইয়ুুব আলী সরদার, মোখছেদুর রহমান, উজ্জ্বল হোসেন, কামরুল ইসলাম, রায়হানুজ্জামান, সিপিপি সদস্য আক্তারুজ্জামান, বারসিক সংস্থার উপজেলা ম্যানেজের আছাদুল ইসলাম, এ্যাডভোকেছি শিউলি মন্ডল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com