প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। গতকাল বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে মুসলিম এইড এর সহযোগিতায় ইকো সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে সম্মেলিত প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। ইউপি সচিব খাইরুল ইসলাম ও ইএসডিও কর্মকর্তা সুবল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সদস্য আব্দুর রউফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মন্ডল, মুসলিম এইড সম্মিলিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম শান্ত, ফ্রেন্ডশিপ কর্মকর্তা আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য আবু আব্দুল্লাহ প্রমুখ।