মাসুম, প্রতাপনগর (আশাশুনি) থেকে \ দুর্যোগ সহনশীল ঘর পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খাঁন উপস্থিত ছিলেন। প্রতাপনগর চাকলা গ্রামের ফ্রেন্ডশিফ এর আর্থিক সহযোগিতায় নির্মিত দুর্যোগ সহনশীল ঘর ও ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল শুক্রবার থাকা সত্ত্বেও সদিচ্ছা ও একান্ত আন্তরিকতার জায়গা থেকে সাম্প্রতিক আম্ফান ইয়াস ঝড়ে বিধ্বস্ত ক্ষতবিক্ষত উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের অবস্থা চিত্র দেখা এবং বিধ্বস্ত ইউনিয়নের সার্বিক উন্নয়ন কে তরান্বিত ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত ভাবে বৃদ্ধি করার ব্রত নিয়ে গতকাল শুক্রবার বেলা ১০ টায় প্রতাপনগর পূর্ব নাকনায় ফ্রেন্ডশিফ এর আর্থিক সার্বিক সহযোগিতায় কপোতাক্ষ নদীর তীরে গড়ে তোলা ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচি তথা চর বনায়ন চিত্র ও চাকলা গ্রামে দুর্যোগ সহনশীল ঘর এবং এলাকার সার্বিক দুরাবস্থা প্রেক্ষাপট পরিদর্শন করেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর উপস্থিতে ফ্রেন্ডশিফ এর সিনিয়র কর্মকর্তা মিজানুর রহমান ও প্রজেক্ট ইনচার্জ মাসুদ রানার সার্বিক পরিচালনায় পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিলাহ, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সদস্য আব্দুর রউফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।