বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইছামতির ভাঙ্গনে মৃত্যুমুখে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পারুলিয়া বড়শান্তা সড়ক নির্মাণে অনিয়মের ছোয়া \ কর্তৃপক্ষ কি বলবেন? ঠিকাদারের গাফিলতিতে অতিষ্ট এলাকাবাসী ইসলামী ব্যাংকের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস ধান ক্ষেতে \ পথচারী নারীর মৃত্যু একটি জাতিকে উন্নত শিখরে পৌঁছে হলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে- ডাঃ আব্দুল মজিদ পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা আশাশুনি প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে গণশুনানি আশাশুনি মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠন

প্রতাপনগরে পক্ষপাতদুষ্ট শালিসের রায়ের প্রতিবাদে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে \ আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী কর্তৃক পক্ষপাতদুষ্ট শালিসের রায় ঘোষণা করে বিবাদী পক্ষের জমির স্বত্ব নস্যাৎ ও সংঘাতের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে ও রায় বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রতাপনগরের দিঘলার আইট জোয়ার্দার বাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করে রায়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, লিয়াকত আলী জোয়ার্দার, জামিরুল ইসলাম, আকবর আলী জোয়ার্দার ও জাহানারা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, আমরা চাকলা তেলিখালি মৌজায় ডিএস ১৩৮ নং খতিয়ানে রেকর্ডীয় মালিক সোনাই জোয়ার্দার ও ২১১ নং এস এ খতিয়ানে রমজান জোয়ার্দার দিং এর ওয়ারেশ গন। আমাদের বসত ভিটা ও বেশ কিছু বিলান জমি আইলা জলোচ্ছ্বাসে নদী ভাঙনের ফলে খাল ও খানাখন্দে পরিনত হয়েছে। আমাদের পৈত্রিক সম্পত্তি দীঘলার আইট গ্রামের মৃত মুজিবর ঢালীর ছেলে আনারুল ইসলাম দখল করতে এলে গত বছরের ২ নভেম্বর ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করা হয়। ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বর্তমান জমির অবস্থা বিবেচনা না করে এস এ খতিয়ান দেখে বর্তমান ভিটা বাড়িতে আমাদের অধিকার নেই বলে পক্ষপাতদুষ্ট রায় প্রদান করে দু’পক্ষেকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। আমরা পক্ষপাতদুষ্ট এ রায়ের প্রতিবাদ জানিয়ে পুনরায় তদন্ত পূর্বক রায় ঘোষণা করার দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com