বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্র খালিদ হোসেনকে অমানুষিক নির্যাতন চালিয়ে মারপিট এর ঘটনায় আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত শিশুর মাতা রহিমা খাতুন বাদী হয়ে তিনজনকে আসামী করে ১৩/৬/২০২৩ তারিখে আশাশুনি ১৩/২৩ নং এ মামলা দায়ের করেন। এদিকে, গত ৭ জুন দুপুরের দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামে এ ঘটনার পর আহত ঐ শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজাহারসুত্রে জানাগেছে, কুড়িকাহুনিয়া গ্রামে অসুস্থ নুরুল ইসলাম মোড়লের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মত ইয়াকুব আলী হাওলাদরের পুত্র মাকছুদুর রহমানের জমিজমার সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে নুরুল ইসলাম মোড়লের পুত্র প্রতাপনগর ফাজিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র খালিদ হোসন (১২) মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ীতে এসে একই গ্রামের আয়নুদ্দীন সানার পুত্র মিজানুর সানার বসতবাড়ী সংলগ্ন মাকছুদুর রহমানের মৎস্য ঘেরের পাশে সাথীদের নিয়ে ফুটবল খেলছিল। খেলা চলাকালীন সময়ে অতিরিক্ত গরম লাগায় তাদের মৎস্য ঘেরের পানিতে নেমে গোসল করতে থাকলে তারা টের পেয়ে মাকছুদুর রহমানের নেতৃত্বে তার সঙ্গীরা দ্রæত সেখানে আসলে শিশু খালিদ হোসেন ঘের থেকে উপরে উঠে আসা মাত্র বেধড়ক কীল, ঘুষি মেরে যখম করে। এরপর দুই হাত ধরে উচু করে মাটিতে স্বজোরে আছাড় মারলে পাজোড়ে হাড়যুক্ত জখম হয়। এসময় সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। ততক্ষনে খেলার সাথীরা চিৎকার চেছামিচি করতে থাকলে আশপাশের লোকজন সেখানে এসে শিশুটির মা রহিমা খাতুনকে খবর দিলে বাড়ীর পাশের লোকজন সেখানে এসে সকলের সহযোগীয় আশাংকা জনক অবস্থায় তার পুত্রকে উদ্ধার করে থানাকে অবহিত করে এ্যম্বুলেন্স যোগে দ্রæত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, আহত শিশুর মাতা রহিমা খাতুন বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় ১৩/২৩নং একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠুন মন্ডল আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছে। ঐ এলাকার একাধিক ব্যক্তি জানান, মাকছুদুর রহমান ধন্যাঢ্য ব্যক্তি হওয়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। এমন কোন কর্মকান্ড নেই সে করছে না। তার এসব কর্মকান্ডের ব্যাপারে কেউ মুখ খুলতে সাহস পায় না। শিশু খালিদের অমানুষিক নির্যাতন চালিয়ে মারপিটকারী মাকছুদুর রহমান এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।