প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: প্রতাপনগরে পূর্ব শত্রুতার জেরে শৌচাগার ভাংচুর করে ব্যাবহার অনুপোযোগী করলেন প্রতিপক্ষ। ২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরার পিটিশন মামলা নম্বর পি ১৭৬৮/২০২৩, আশাশুনি , ধারা ১৪৫ ফৌজদারী কার্যবিধি এবং বিজ্ঞ আদালতের স্বারক নম্বর ৬৪৭৫, বিরোধীয় সম্পত্তি স্থলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয়পক্ষকে আদেশ করা হয়। কিন্তু শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে মৃত্যু হাজির উদ্দিন মোড়লের পুত্র আব্দুল হাই মোড়ল বাদী পক্ষ মৃত্যু আছির উদ্দিন গাজীর পুত্র মতিয়ার রহমান গাজীর পারিবারিক শৌচাগার ভাংচুর করে ব্যাবহার অনুপোযোগী করে দিয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মতিয়ার রহমানের পরিবার।