মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে প্রবীণ আ’লীগ নেতা লিয়াকত আলী আর নেই। প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী গাজী বার্ধক্য জনিত কারণে শারীরিক অসুস্থতায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯ টা ২০ মিনিটে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সৎ সদালাপী এই মানুষটি মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বয়সন্ধিকাল শেষ করেছেন। প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সূচনা সময়কাল থেকেই আ’লীগের দলের দায়িত্বশীল ভূমিকা পালন করেন। কর্মময় পারিবারিক জীবনের পাশাপাশি তিনি একাধারে ২৬ বছর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্বে থেকে সংগঠন কে এগিয়ে নিতে নিঃস্বার্থ ভাবে কাজ করেন। গতকাল বেলা ১১ টায় মরহুমের বাড়ির পাশের মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ওলিউর রহমান রিপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, মাওঃ ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সাত্তার গাজী। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, গন্যমান্য ব্যক্তিবর্গ, শতশত মুসুল্লি জানাজা নামাজে অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনকরেন প্রতাপনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ জাকির হোসেন।