আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে প্রাকটিক্যাল এ্যাকশনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ইউপি সচিব খায়রুল ইসলামের উপস্থিতিতে প্রাকটিক্যাল এ্যাকশনের কর্মকর্তা আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্যা আছিয়া খাতুন, ইউপি সদস্য রায়হানুজামান। অনুষ্ঠানে সিপিপি সদস্য ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্ভাবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রাকটিক্যাল এ্যাকশনের কর্মকর্তা আব্দুল করিম।