প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগরে প্লাক্টিক্যাল এ্যাকশন প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা সচেতনতা বিষয়ক অ্যাপস শেখার সমাপনী কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) সোহরাব হোসেন। প্লাক্টিক্যাল এ্যাকশন প্রকল্পের জেলা কর্মকর্তা আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তি, সিপিপি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্লাক্টিক্যাল এ্যাকশন প্রকল্পের সিনিয়র প্রজেক্ট কর্মকর্তা এস এম আশিকুল ইসলাম, ফিল ফ্যাসিলিটেটর জাহাঙ্গীর আলম, ইউপি সচিব খাইরুল ইসলাম, ইউপি সদস্যা আছিয়া খাতুন, সিপিপি সদস্য হাফেজ মাওঃ বাবুল হোসেন, গোলাম রসুল, নুরজাহান প্রমুখ।