প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি ঃ অন্ধ জনে দেহ আলো, অন্ধ জীবন থেকে রক্ষা চাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতাপনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে সাইট সেভারস বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বি এন এস বি চক্ষু হাসপাতাল খুলনার কারিগরি সহযোগিতায় এ চক্ষু শিবিরে রুগী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাঃ তৌহিদুল ইসলাম লাভলুর সার্বিক তত্ত্বাবধানে চক্ষু চিকিৎসা শিবিরে রুগী দেখার শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মঈন উদ্দিন সরদার প্রমুখ। মাওঃ সাইদুল ইসলাম, মোস্তাকিম বিলাহ সাদের নেতৃত্বে প্রতাপনগর ব্লাড ব্যাংকের একঝাঁক তরুণ ও ডাঃ গোলাম ইয়াছিন অনুষ্ঠান টি ম্যানেজমেন্ট করেন।