মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর। গতকাল বেলা সাড়ে এগারোটায় প্রতাপনগর ইউপি চেয়ারম্যানআলহাজ্ব আবু দাউদ ঢালীর উপস্থিতিতে প্রথমত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অত্র ইউনিয়নের নির্ধারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা থেকে উক্ত বিদ্যালয়ে যাতায়াত রাস্তা ঘাট ও বৈদ্যুতিক সুবিধা স্কুল রুম চথা ভোট কেন্দ্র কক্ষের অবস্থা পর্যবেক্ষণ করেন। প্রতাপনগর আফদারের মোড়স্থ স্থানে সদ্য নির্মিত মুজিব শতবর্ষের ১২১ টি ঘর পরিদর্শন করেন এবং অত্র স্থানে একটি কমিউনিটি সেন্টার নির্মানের জন্য যাক্ষগা নির্ধারণ করে পরিষদে যেয়ে তিনি দুস্ত কৃষকদের মাঝে ধানের বীজ উপহার দেন। অতঃপর কড়িকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। অতঃপর ফ্রেন্ডশিপ সংস্থার জেলা কো অডিনেটর মিজান রহমানের উপস্থিতে ফ্রেন্ডশিপ সংস্থার সদ্য সমাপ্ত চাকলায় দুর্যোগ সহনশ আশ্রয় কেন্দ্র ও অত্র ইউনিয়নের পূর্ব নাকনায় বনায়ন কর্মসূচির ম্যানগ্রোভ প্লান্টেশন পরিদর্শন করেন। পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, প্রাথমিক শিক্ষা অফিসার, কৃষি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা সহ প্রতাপনগর কারিতাস সংস্থার ম্যানেজার শেখ কামাল হোসেন সহ সংস্থার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।