আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের ১ম দিনে আনন্দঘনো আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল আল আমিন মহিলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহর সার্বিক পরিচালনায় বই বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। কল্যাণপুর মৌজুদাল হক মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল হায়দার পলাশের সার্বিক পরিচালনায় মাষ্টার রিয়াছাত আলী মামুন ও মাষ্টার স্বপন কুমারের সহযোগিতায় বই বিতরণের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন উর রশীদ, এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ডাঃ আব্দুল গনি সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রাতপনগর এবিএস ফাজিল মাধ্যমিক ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় ও কুড়িকাহুনিয়া আয়শা সিদ্দিকা রাঃ মহিলা দাখিল মাদ্রাসা, প্রতাপনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই উপহার দেন।