আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ আজি এ বিদায়ের ব্যথিত মঞ্চে আমরা এসেছি যারা, পুঞ্জিত ব্যথা আখির দুকূলে এসেছে অশ্রুধারা। প্রতাপনগরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এস এস সি ও দাখিল আলিম পরিক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১০ টায় প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীনিদের বিদায়ী দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মাসুম বিল্লাহর সার্বিক পরিচালনায় প্রভাষক মাওঃ আছাদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন কুরআন হাদিসের তাফসির কারক আলহাজ্ব মাওঃ আফসার উদ্দিন ফিরোজী, গোপানতালিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম, অত্র প্রভাষক বৃন্দ, সহকারী শিক্ষক বৃন্দ। এ দিকে কল্যাণপুর মৌজুদাল হক মাধ্যমিক বিদ্যালয় এস এস সি পরিক্ষাদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান গতকাল বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হায়দার পলাশের সার্বিক পরিচালনায় মাষ্টার রিয়াছাত আলী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন উর রশীদের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মনজুরুল হক তরফদার উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনছুর আহমেদ, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ডাঃ আব্দুল গনি, ইউপি সদস্য উজ্জ্বল হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফজলুর রহমান, অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মাওঃ খলিলুর রহমান, হাফেজ মাষ্টার আব্দুস সামাদ, কল্যাণপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ শাহারুল ইসলাম, আলম সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস জব্বার। সবেক ইউনিয়ন ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান মিলন। অনুষ্ঠানে সহকারী সিনিয়র শিক্ষক স্বপন কুমার সহ অন্যান্য শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী বিদায়ী শিক্ষার্থীরা মনোমুগ্ধকর বক্তব্য ও বিদায়ী গান পরিবেশন করেন। অপরদিকে বেলা ১১ টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় এস এস সি পরিক্ষাদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাসের সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান। সিনিয়র শিক্ষক আব্দুর রশিদ ও সুপদ কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এ পি এস মহাবিদ্যালয় প্রভাষক শাহাজান আলী, আলহাজ্ব ডাঃ আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, বিদায়ী শিক্ষার্থী আসিফুর রহমান সহ অনুষ্ঠানে সহকারী শিক্ষক বৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া ৫ ফেব্রুয়ারি সোমবার কুড়িকাহুনিয়া আয়শা সিদ্দিকা রাঃ মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীনিদের বিদায়ী সংবর্ধনা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আশাশুনি মহিলা কলেজের প্রফেসর সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসা সুপার মাওঃ আদম সফিউল্লাহর সার্বিক পরিচালনায় বিদায়ী দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য এ পি এস মহাবিদ্যালয় অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, অনুষ্ঠানে বিদায়ী পরিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষক মন্ডলী বক্তব্য রাখেন। উল্লেখ্য অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহ সুপার আলহাজ্ব মাওঃ জুলফিকার আলী কে অবসর কালিন বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।