আশাশুনি (প্রতাপনগর) প্রতিনিধি \ প্রতাপনগরে আলহাজ্ব মরহুম রহিম বক্স গাজীর রুহের মাগফিরাত কামনায় ছবরেছানি বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত। শুক্রবার পবিত্র জুমার নামাজের পর প্রতাপনগর মধ্যে পাড়া বায়তুল মামুর জামে মসজিদ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালতলা বাজার আর বি ফার্মেসির ডাঃ গোলাম ইয়াছিনের সার্বিক পরিচালনায় স্থানীয় আলেমেদ্বীন হাফেজে কোরআন, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসুল্লিদের অংশগ্রহণ এলাকার সাম্প্রতিক সহ সকল মৃত্যু বরন কারী মানুষের রুহের মাগফিরাত কামনা, অত্র মসজিদ কমিটির সভাপতি মুজিবুর রহমানের সুস্থতা সহ সকলের সুস্থতা ও দেশের কল্যাণে বিশেষ মিলাদ দোয়া পরিচালনা করেন প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক অত্র মসজিদের পেশ ইমাম মাওঃ হায়াতুজ্জামান। এছাড়া প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ পাশে মরহুম মনছের আলী শেখের রুহের মাগফিরাত কামনায় বেলা দুইটায় তাঁর উত্তরসূরীদের আয়োজনে তাঁর বাড়িতে সবরেসানি বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠান ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ আল আমিন লস্কর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।