প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগর দরগাতোলার আইট খোলপেটুয়া নদীর চরে প্রায় দুইশত ফুপ স্থান জুড়ে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন লেগেছে। চরম আতংকিত স্থানীয় এলাকাবাসী। গতকাল ভোর রাতে স্থানীয় মৎস্যজীবী জেলেরা এ ভাঙ্গন দেখতে পায়। বেলা বাড়ার সাথে সাথে মুহুর্তে মুহূর্তে চর ভাঙ্গতে ভাঙ্গতে নদী গর্ভে বিলীন হতে থাকে। বিকেল না গড়াতে ভাঙ্গন টি বেড়িবাঁধের গোড়ায় এসে পড়ে। ভাঙ্গন রোধে তাৎক্ষণিকভাবে স্থানীয় ভুক্তভোগীদের অনুরোধে ঐ বেড়িবাঁধ নির্মাণ টেন্ডারকারী ঠিকাদার জাকির হোসেন তালুকদার তার প্রতিনিধি বিপুল হোসেনর মাধ্যমে স্থানীয় লিবার শ্রমিকদের দ্বারা বালু ভর্তি জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাঙ্গন স্থান পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী ও ইউপি সদস্য আইয়ুব আলী সরদার। প্রায় দুইশ ফুট এরিয়া জুড়ে ভাঙ্গন টি যেভাবে আকার ধারণ করেছে। ভাঙ্গন রোধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন মুহুর্তে বেড়িবাঁধ ভেঙ্গে আবারও প্রতাপনগর ইউনিয়ন প্লাবিত হতে পারে। এহেনো পরিস্থিতিতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ তথা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী সচেতন উপকূলীয় প্রতাপনগর এলাকাবাসীর।