প্রতাপনগর, আশাশুনি, প্রতিনিধিঃ প্রতাপনগরে মটর সাইকেল ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুইজন। গতকাল রবিবার দুপুর ১ টার সময় প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান মিলন তালতলা বাজার থেকে মটর সাইকেল নিয়ে ফুলতলা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে বাই সাইকেলে চড়ে আসা ইউনিয়ন মটর সাইকেল চালক সমিতির সভাপতি আব্দুল খালেকের সন্তান সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র খালিদ হাসানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়ের চোখের কোনা জুড়ে কপাল কেটে ফেটে গিয়ে গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।