আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে মহা ধুমধাম আর আনন্দ অ আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মা দুর্গার বিসর্জন সম্পন্ন। প্রতাপনগর কর্মকার পাড়া সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি অমিত কুমার সোম, ও সাধারণ সম্পাদক মোনোজ সোমের সার্বিক পরিচালনায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতাপনগর ইউনিয়নের দুটি পূজা মন্ডবে পঞ্চমী ও ষষ্ঠী থেকে পূজার মন্ডব গুলো উৎসব আর উচ্ছাসে ভরা ছিল। মন্ডবে মন্ডবে আনন্দ আয়োজন এবং শত শত ভক্ত, দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতাপনগর ও কোলা মন্ডবের প্রতিমা দর্শন ছিল বিশেষ সুখ, সুধা আর আনন্দেভরার এক আয়োজন। বুধবার একাদশিতে পূজা অর্চনা শেষে পূজা মন্দিরের সামনের বড়ো পুকুরে সাত পাকে ঘুরিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের মতো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শান্তি পূর্ণ ভাবে শেষ হলো। এসময় উপস্থিত ছিলেন প্রতাপনগরের কৃতি সন্তান বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রতাপনগরের কৃতি সন্তান ডাঃ কাজল কুমার কর্মকার। তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কর্মকার। নওপাড়া উপজেলা ইঞ্জিনিয়ার অসিম কুমার সোম সুভদ্রা কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রজিৎ সোম। পূজা অর্চনা শান্তি পূর্ণ পালনে পুলিশ প্রশাসন, আনছার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও পূজা মন্দির পরিদর্শন করেন।