আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগর ক্লাস্টারের সদ্য বিদায়ী এবং নতুন দায়িত্ব প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসারদ্বয়ের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১২ টায় প্রতাপনগরের ফারুক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে প্রতাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পূর্ব নাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ রিয়াছাত আলী, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সন্দিব কুমার দাসের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলামের সার্বিক পরিচালনায় চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, বক্তব্য রাখেন বিদায়ী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহাগ আলম, বক্তব্য রাখেন নবাগত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সেলিম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফারুক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামিনুর রহমান, প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সন্তান নূরী আযম সিদ্দিকী। প্রধান শিক্ষক খালিদ হোসেন, এছাড়াও অন্যান্য প্রধান শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠান পরিচালনায় সহকারী শিক্ষক বীর মুরাদ আহমেদ, ও সহকারী শিক্ষক ইয়াছিন আলম