স্টাফ রিপোর্টার \ প্রতাপনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লাঞ্ছিত ও স্বেচ্ছাসেবক সাংবাদিককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ২০জুন সোমবার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ক্লিনিক মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতাপনগর কল্যাণপুর ক্লিনিক মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০ জুন সোমবার সন্ধ্যায় ভাংড়ি ব্যাসায়িকে মারপিটের মত ঘটনা ঘটে। উক্ত ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে আতিয়ার সানার পুত্র আশিকুর রহমান (২৭), সহিল উদ্দীন মিস্ত্রীর পুত্র আল আমিন (৩৪), সুজা উদ্দীন মিস্ত্রীর পুত্র তানভির (২৫) এর নেতৃত্বে ২৫/৩০ জনের সংঘবদ্ধ দুর্বৃত্ত দল সাতক্ষীরা থেকে বহুল প্রচলিত পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রতাপনগর প্রতিনিধি সাংবাদিক মাসুম বিলাহকে অপদস্থ, লাঞ্ছিত ও অপমানিত করে ও বঙ্গবীর ইউটিউব চ্যানেলের সাংবাদিক স্বেচ্ছাসেবক সাইদুল ইসলামকে মারপিট করে। সাংবাদিকদ্বয়কে ঘিরে এহেন ঘটনায় স্থানীয় গণ্যমান্য সচেতন এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। এঘটনার পর থেকে সাংবাদিকদ্বয় নিরাপত্তা হিনতায় ভুগছে। ঘটনা বিবরণ অনুসন্ধানে আরো জানা যায়। একই দিন মাগরিব নামাজের পর কল্যাণপুর ক্লিনিক মোড়ে কল্যাণপুর গ্রামের সুজাদ্দীন মিস্ত্রীর এর পুত্র তানভীর (২৫) এর বালু, খ, পাথর বহন কাজে ব্যাবহরিত একটি দস্তার গামলা হারিয়ে যায়। খুঁজা খুজির একপর্যায়ে আহত ছাব্বির হোসেন (২৫) এর পিতা মিজানুর রহমানের টল দোকানের তলায় গামলাটি পাওয়া যায়। এটাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে সুজাদ্দীন মিস্ত্রীর পুত্র তানভীর, শফিকুল মিস্ত্রীর পুত্র আল মামুনের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত এলোপাথাড়ি মারপিট করে। তৎপর আহত ছাব্বির হোসেনের পরিবার স্থানীয় দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিলাহকে মুঠোফোনে একজন ডাঃ পাঠাতে বলে। ঘটনার তথ্য সংগ্রহ করতে দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিলাহ তালতলা বাজার আর বি ফার্মেসি ডাঃ গোলাম ইয়াছিনকে নিয়ে ছাব্বির হোসেনের বাড়িতে যেয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমের বাড়ি থেকে প্রথমে সাংবাদিক মাসুম বিলাহ, বঙ্গবীর ইউটিউব চ্যানেলর সাংবাদিক সাইদুল ইসলাম, ডাঃ গোলাম ইয়াছিন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে কল্যাণপুর গ্রামের আতিয়ার সানার পুত্র আশিকুর রহমান, ছহিলুদ্দীন মিস্ত্রীর পুত্র আল আমিন ও সুজাদ্দীন মিস্ত্রীর পুত্র তানভীরের নেতৃত্বে ৩০/৪০ জনের সংঘবদ্ধ দুর্বৃত্ত দল সাংবাদিকদ্বয়কে চরম লাঞ্চিত করে। একপর্যায়ে স্বেচ্ছাসেবক সাংবাদিক সাইদুল ইসলামকে কিল ঘুষি লাথি মেরে আহত করে। এছাড়া ডাঃ গোলাম ইয়াছিনের মটর বাইকের প্লাক কভার খুলে কাদা দিয়ে দেয় এবং টেংখিতে ইট দিয়ে আঘাত করে ক্ষত করে। উলেখ্য যে একই দিন মাগরিব নামাজের পূর্বে এ ঘটনার সুত্রপাত নির্যাতিত পরিবার অনুমান করতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মোবাইল ফোনে জানান। তৎসময়ে একজন গ্রাম পুলিশ দিয়ে ইউপি সদস্য রায়হানুজ্জানকে পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে গালিগালাজ করে হাকাইয়া দেন। এহেন পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে মন্তব্য সচেতন গণ্যমান্য ব্যক্তিদের। সার্বিক পরিস্থিতিতে বিবেচনায় ঘটনার সত্যতা যাচাই পূর্বক গ্রহণের দাবি ভুক্তভোগী জনের। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) কে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়ে আশ্বস্ত করেছেন।