মাসুম, প্রতাপনগর, আশাশুনি, প্রতিনিধিঃ আল-ক্বাছওয়া ট্রাভেলসের মাধ্যমে পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফ এ পবিত্র হজ্জ ব্রত পালন করতে নিবন্ধন কারিদের অংশগ্রহণে প্রতাপনগরে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মসজিদে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা আল-ক্বাছওয়া ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ পরিচালক আলহাজ্ব মাওঃ মুয়াজ্জাম হোসেনের সভাপতিত্বে আল-ক্বাছওয়া ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহর চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মোহতারাম বিলাহর উপস্থিত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। হজ্জ গামীদের প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওঃ মেহেরুলাহ, কলিমাখালি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, প্রভাষক মাওঃ আল আমিন, আলহাজ্ব মাওঃ খলিলুর রহমান, আলহাজ্ব ডাঃ মাওঃ আবিদ হাসান কওছার, আলহাজ্ব মাওঃ মোকাররম বিলাহ, আলহাজ্ব মাওঃ নজরুল ইসলাম, প্রমুখ।