প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগরে ওয়ার্ড ভিত্তিক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১-০ গোলে প্রতাপনগর ৪ ওয়ার্ড চ্যাম্পিয়ন। গতকাল বুধবার বিকেল ৫ টায় ইউনাইটেড ক্লাবের আয়োজনে প্রতাপনগর ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আনন্দ উৎসব মুখর খেলায় দর্শক শ্রোতাদের আগমনে মাটছিল কানায় কানায় পূর্ণ। জমকালো খেলার ফলাফলে ৩ নং ওয়ার্ড ফুটবল একাদশকে কুড়িকাহুনিয়াকে এক শূন্য গোলে পরাজিত করে ৪ নং ওয়ার্ড ফুটবল একাদশ প্রতাপনগর পূর্ব ৪ নং ওয়ার্ড ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় একমাত্র গোলটি করেন ৪ নং ওয়ার্ড ফুটবল একাদশের খেলোয়াড় সাব্বির হোসেন। উলেখ্য টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে মাঠ পরিচালক জুলফিকার আলী হায়দার খেলার ফলাফল অমীমাংসিত অবস্থায় স্থগিত রাখেন। পরবর্তীতে গঠিত ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ও ম্যাচের নিষ্পত্তি করেন। কয়েক দিনের সাময়িক বিরতির পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সার্টিফাইড রেফারি আকাশকে দিয়ে ফাইনাল ম্যাচ পরিচালিত হয়।