প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগর আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি ! ঝড় হলেই বরাবরই থাকে বিদ্যুৎ বিভ্রাট। দীর্ঘ দিন প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত স্থবির হয়ে পড়েছিল উপকূলীয় প্রতাপনগর অঞ্চলের মানুষের জীবন যাত্রা। উপকূল অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। কোন কাজ কামে স্বস্তি পাচ্ছিলোনা প্রতাপনগর সহ এ অঞ্চলের মানুষ। এরই মধ্যে পরপর দুই দিন এক পশলা করে বৃষ্টি হলেও সামান্য মাটিই ভিজি ছিল। যাহা অল্পক্ষণ পরেই আবারও তাপদাহে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় জনজীবনে। বরাবরই বিদ্যুৎ বিভ্রাটের কবলে থাকতে হয় এ অঞ্চলের মানুষের। এরই মধ্যে গতকাল বেলা সাড়ে চারটার দিকে প্রতাপনগর অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শুরু হয় ঝড় বৃষ্টি। টানা শোয়া এক ঘন্টার ঝড় বৃষ্টিতে অনেকের ঘরের চাল উড়ে ঘরের আসবাবপত্র ভিজে লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অনেক পরিবার। একদিকে যেমন বেড়িবাঁধের সীমাহীন দুরাবস্থা জীবন যাপন করছে কয়েকশ পরিবার। অন্য দিকে আম্ফান ইয়াস থেকে অনেক পরিবার টোং বেঁধে মানবতার জীবন যাপন করছে অনেক পরিবার। এমন ঝড় বৃষ্টিতে নানাবিধ সমস্যা মোকাবেলা করতে হয় এসকল পরিবারের। এদিকে ঝড়ে বিভিন্ন স্থানে রাস্তার উপর গাছ পড়ে থাকায়। পথচারীদের যাতায়াতের বিঘœ সৃষ্টি হয়। তবে দীর্ঘদিন প্রচন্ড তাপদাহের পর ঝড় বৃষ্টিতে অনেক পরিবারের ক্ষয়ক্ষতি হলেও বৃষ্টির পানি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন গণ্যমান্য এলাকাবাসী।