আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধি \ দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসার ৬৮ তম ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। ৯ ফাল্গুন ২২ ফেব্রুয়ারি শনিবার সারারাত ব্যাপি এ মাহফিলের কার্যক্রম পরিচালিত হয়। মাহফিলের সভাপতিত্ব করেন ঢাকা সরকারি মাদ্রাসা—ই আলিয়া অবসার প্রাপ্ত মুহাদ্দিস আলহাজ্ব জি এম মেহেরুল্লাহ, সহ সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম ও উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনা পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস মুফতি মাওলানা রবিউল বাশার, বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আলহাজ্ব মাকছুদুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আলহাজ্ব কে বি এম ওমর ফারুক চৌধুরী, কলিমাখালি ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, খুলনা ডিবি ওসি প্রতাপনগর কল্যাণপুরের কৃতিসন্তান রোকনুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবসার মুরতাজা, এ পি এস ডিগ্রি কলেজ অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ নোমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, চাকলার কৃতি সন্তান মাগফুর রহমান মুরাদ, প্রধান আকর্ষণ লন্ড কিউ এন এস পরিচালক শায়েখ ডাঃ আব্দুস সালাম আযাদী। আলোচক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক গাজী এনামুল হক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেশষক ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মুফতি মাওঃ কামরুজ্জামান, সাতক্ষীরা শ্যামনগরের সাবেক নায়েবে আমির আলহাজ্ব মাওঃ আব্দুল মজিদ।